শনিবার ১৯ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ২৩ জানুয়ারী ২০২৫ ১৪ : ১৯Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: বাংলাদেশের সাম্প্রতিক অশান্তির আবহে কাজ হারিয়ে নতুন কাজের সন্ধানে বেআইনিভাবে ভারতে প্রবেশ করে। সম্প্রতি মুর্শিদাবাদ জেলার বিভিন্ন এলাকায় স্থানীয় পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে একাধিক বাংলাদেশি নাগরিক। আর এবার এই রাজ্য থেকে মাদক নিয়ে বাংলাদেশে ফিরে যাওয়ার সময় বুধবার গভীর রাতে মুর্শিদাবাদের জলঙ্গি থানার পুলিশের হাতে গ্রেপ্তার হল তিন বাংলাদেশি যুবক।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত বাংলাদেশি নাগরিকদের নাম ফিরদৌস মণ্ডল(২৮), সাদ্দাম বিশ্বাস (২২) এবং দিপু বিশ্বাস (৩০)। তিন বাংলাদেশি নাগরিকেরই বাড়ি বাংলাদেশের কুষ্টিয়া জেলার চরপাড়া এলাকায়। জলঙ্গি থানার এক আধিকারিক জানান, ধৃত তিন বাংলাদেশি নাগরিকের হেফাজত থেকে ২৯৭ টি ফেন্সিডিল সিরাপের বোতল এবং প্রায় সাড়ে আট কেজি গাঁজা উদ্ধার হয়েছে।
জেলা পুলিশের এক আধিকারিক জানান, বাংলাদেশে সাম্প্রতিক অশান্তির আবহে সেখানে স্থানীয়ভাবে উৎপাদিত হওয়া মাদকের দাম বিপুল পরিমাণে বেড়ে গিয়েছে। এর পাশাপাশি সেখানে অশান্তির কারণে বিভিন্ন কর্মক্ষেত্রে কাজ হারিয়ে বহু যুবক সম্পূর্ণ বেকার হয়ে পড়েছে। তাদেরই একাংশ অল্প সময়ে দ্রুত টাকা উপার্জনের আশায় এখন মাদক পাচারের মতো অবৈধ ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়েছে।
পুলিশ সূত্রে খবর, দু'দিন আগে ওই বাংলাদেশি নাগরিক অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করে। বুধবার গভীর রাতে জলঙ্গি থানার সরকারপাড়া এলাকা দিয়ে কয়েকটি বস্তার মধ্যে ওই মাদক রেখে তারা বাংলাদেশে পাচারের চেষ্টা করছিল। সেই সময় পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে তিন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে খবর, ওই বাংলাদেশ নাগরিকদেরকে সীমানা পার করে দেওয়ার জন্য কয়েকজন ভারতীয় সাহায্য করছিল। তবে পুলিশ পৌঁছনোর আগেই তারা ওই এলাকা ছেড়ে পালিয়ে যায়।
অন্যদিকে অপর একটি ঘটনায় বুধবার রাতে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার পুলিশ মালদহের বৈষ্ণবনগর এলাকার দুই যুবককে দু'লক্ষ টাকার জাল নোটসহ ধুলিয়ান গঙ্গা ঘাট এলাকা থেকে গ্রেপ্তার করল। ধৃত দ্রুত যুবকদের নাম খালেক শেখ এবং শরীফ শেখ। সূত্রের খবর, ওই দুই যুবক মালদহ থেকে মুর্শিদাবাদ জেলায় জাল নোট পাচার করার এসেছিল। ধৃতদের কাছ থেকে উদ্ধার হওয়া জাল নোটগুলি সবই ৫০০ টাকার বলে জানা গিয়েছে।
নানান খবর
নানান খবর

এবার লেডিস স্পেশালেও উঠতে পারবেন পুরুষ যাত্রীরা, বড় সিদ্ধান্ত শিয়ালদহ ডিভিশনের

মুরগি কেন ওই বাড়িতে গেল! তা নিয়ে দু’পক্ষের মারামারি, আহত কমপক্ষে ১০

সপ্তসিন্ধু জয় করার লক্ষ্যে বড় পদক্ষেপ, জিব্রাল্টার প্রণালী পার করল কালনার সায়নী

সারারাত ক্যাম্পাসে দাপিয়ে বেড়াল হাতি, আতঙ্কে ঘুম উড়ল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যলয়ের পড়ুয়াদের

হাসপাতালে গুলি চালানোর অভিযোগ উঠল রোগীর আত্মীয়দের বিরুদ্ধে, কেন?

মুর্শিদাবাদে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি, ক্ষতিগ্রস্ত এলাকায় প্রশাসনের শীর্ষকর্তারা

'সকালে উঠে স্ত্রীকে যেন না বলেন, চলো রামমন্দিরে যাই', দিলীপ ঘোষকে পরামর্শ মদন মিত্রের

চোলাই মদের বিরুদ্ধে বড়সড় অভিযান পুলিশ ও আবগারি বিভাগের, বাজেয়াপ্ত কাঁচামাল, গ্রেপ্তার এক

ভাড়াটিয়ার বিদ্যুতের বিল বকেয়া ছিল, তাগাদা করেছিলেন বাড়ির মালিক, রাগে তাঁর স্ত্রীকে খুন

টর্নেডোর দাপটে উড়ল ঘরের চাল, পড়ল গাছ, লণ্ডভণ্ড দাদপুর-ধনেখালির বিস্তীর্ণ এলাকা

চলন্ত অবস্থায় পুরুলিয়াগামী বাসে আগুন, দ্বিতীয় হুগলি সেতুতে ভয়াবহ দুর্ঘটনা

সাতসকালে ফালাকাটায় বাইসনের তাণ্ডব, গুরুতর জখম কৃষক, এক বাইসনের মৃত্যু

গরম পড়তেই ওরা আক্রমণ করে চা গাছে, বাগান বাঁচাতে কী উপায়? বলছেন বিশেষজ্ঞরা

‘এবার যোগ্যতা প্রমাণের পালা’, সুপ্রিম রায়ে স্বস্তির পর জানাচ্ছেন প্রধান শিক্ষকরা

'আমি কি বিয়ে করতে পারি না!', বিয়ের খবর প্রচার হতেই আর কী বললেন দিলীপ ঘোষ?